Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

লংগদু ইউনিয়নের ইতিহাস

ইউনিয়ন পরিচিত কাচালং নদী ও পাহাড়ি ছড়া সৌন্দর্যের লীলাভূমি রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলাধীন ৭নং লংগদু সদর ইউনিয়ন। নদী ছোট ছোট উপ-নদী দ্বারা বিশিষ্ট একটি বৈচিত্রময় জনপদ যেখানে, চাকমা ও বাঙ্গালী ০২টি জনগোষ্ঠির বসবাস। উল্লেখ্য এখানে কিছু তঞ্চঙ্গ্যা ও রাখাইন সম্প্রদায়ের বসবাস রয়েছে। ভৌগলিক বৈচিত্রময় সৌন্দর্য এবং বিভিন্ন ধর্ম, বর্ণ, ভাষা, সংস্কৃতির সম্মিলনযোগ করেছে এক ভিন্ন মাত্রা।

 

 

৭নং লংগদু ইউনিয়নের নামকরণের পেছনে কোন ঐতিহাসিক ব্যাখ্যা পাওয়া যায়না। ত্রিপুরা সম্প্রদায়ের দলপতি ‘লেংদু’-র নাম অনুসারে এলাকাটির নামকরণ হতে পারে বলে অনেকের ধারণা। লংগদু ইউনিয়নের উত্তরে মাইনীমুখ ইউনিয়ন, দক্ষিণে সুবলং ইউনিয়ন, পূর্বে বগাচতর ও ভাসান্যাদম ইউনিয়ন এবং পশ্চিমে বন্ধুকভাঙ্গা ইউনিয়ন ও নানিয়াররচর উপজেলা অবস্থিত। জানা যায়, ১৮০০ খ্রিস্টাব্দের পূর্বে অঞ্চলটি প্রধানত ত্রিপুরাদের আবাসস্থল ছিল। এ ইউনিয়নের সুবিস্তৃত হ্রদ দেশি-বিদেশি পর্যটকদের যুগপৎ আকৃষ্ট করে। রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলাধীন ৭নং লংগদু ইউনিয়নের জনগোষ্ঠীর তথ্য প্রাপ্তি সুযোগকে তরান্বিত করতে এবং বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকারকে বাস্তবায়ন করার নিরিখে এ ইউনিয়ন তথ্য বাতায়ন তৈরীর প্রয়াস যুগিয়েছে। ইউনিয়নের এ তথ্য পোর্টালকে আরও বেশি তথ্যবহুল করার জন্য ইউনিয়নের সর্বস্তরের জনগণের সহযোগিতা একান্ত কাম্য। ইউনিয়নের প্রয়োজনীয় তথ্যাদি সম্বলিত এই ওয়েব পোর্টালের মাধ্যমে এতটুকু উপকৃত হলে লংগদু ইউনিয়ন পরিষদ এর উদ্দেশ্য সার্থক হবে এবং সে সাথে সকলকে এই লংগদু ইউনিয়ন পোর্টালের সুস্বাগতম।